টুপটাপ ঝিরিঝিরি
রাতভর বৃষ্টি ,
চুপচাপ এই মন
জানলায় দৃষ্টি।
মেঘ গুলো আরো যেনো
থমথম করছে ,
ছোট্ট শিশুর মত
ফোঁস ফোঁস কাঁদছে।
বিদ্যুত বিজলী
ঝলকানি বাড়ছে ,
বজ্রের হুঙ্কার
যেনো কানে লাগছে।
মাঝি ভাই বহুদূর
নৌকায় জল যে ,
তুফানের ভয়ে তার
হাত দুটো কাঁপছে।
পাতাদের ঘুম নেই
ঝরে যাবে ভয় যে ,
ফুল গুলো ভিজে সারা
প্রজাপতি খুঁজছে।
আমিও তো চেয়ে আছি
প্রজাপতি পাখনায়
এক্ষুনি উড়ে যাবো
ওই দূর সীমানায়।
ঝমঝম ঝমঝম
ট্রেন দৌড়ুচ্ছে
আমারই ঠিকানায়
জানি ছুটে আসছে।
জানলায় চুপচাপ
আর নেই কষ্ট
এইতো সে ছুঁয়ে গেলো
একদম স্পষ্ট।
আপনার মন্তব্য লিখুন...some 1 waiting for her beloved
উত্তরমুছুন