বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

ভূত






সাদা ভূত ,কালো ভূত ,আম ভূত ,জাম ভূত ,
কত ভূত আছে ওই শ্যাওড়া গাছে।
কোনো ভূত আসবেনা যদি তুমি প্রতিদিন
পড়তে বস এসে মায়ের কাছে।


অশ্বত্থ নাম ওই গাছটার জানোনাতো
চেনোনাতো এখনো যে বটের ঝুরি ,
পাখিসব সারাবেলা খেয়ে লাল বটফল
রাত্তিরে প্যাঁচা ভয় দেখায় ভারী।


ওরে তুই কার ছেলে ?আমার তো কভূ নয় ?
বুকেতে সাহস ভারী ,নেই কোনো ভয় ?
ভূতেদের সাথে চলে সারারাত কথা মোর
দেখে তবে দৌঁড় ঝাপ দিবি নিশ্চয়ই।


তবে তুমি ভূতেদের বন্ধু হলে কি মাগো ?
ভয় কেনো পাবো আর মাঝরাত্তির ?
যখনই আসবে ভূত ,ডাকবো তোমায় আমি ,
গল্প জমবে খুব ভয়ে তিরতির।


শোন তবে ছোট খোকা ,পড়ালেখা কর যদি ,
হয়ে যাস বড় কোনো ভালো ডাক্তার ,
ভূতেদের পেটেব্যাথা ,চোখেব্যাথা ,কানেব্যাথা ,
নেই কেউ এতো ব্যাথা সারাবার আর।


সত্যি বলছো তুমি ?দুঃখে কি আছে তারা ?
ডাক্তার নেই বলে শ্যাওড়া গাছে ?
এক্ষুনী তবে চলো বসছি বইটি নিয়ে ,
পড়া শেষ করবোই তোমার কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন