মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

রাজকন্যা



হঠাত হাওয়ায় কি ছড়ালো ?
এমন মিঠে সুবাস কেনো ?
মন কি তোমার অনেক ভালো
মিষ্টি হাওয়া বলছে যেনো ?

একটু ঘুমে তোমায় চুমে
হাত টি নিলাম বুকে
চুপিচুপি জানলা গলে
জোসনা এলো  সুখে।

কেমন করে তারপরেতে 
বৃষ্টি এলো ঝেঁপে ?
একটু ফোঁটা চাঁদ মুখেতে
স্পর্শ দিলো এঁকে।

চেয়ে থেকেই রাত চলে যায়
ভোরের পাখি ডাকে
মধুর আলো পড়লো এসে
তোমার চুলের ফাঁকে।

ঘুমকে বলি আজকে তুমি
ওই  চোখেতেই থাকো।
নানা রঙের স্বপ্ন এনে
ওই চোখেতেই আঁকো।

কোন আলোতে রাজকন্যা
কেমন করে সাজে
দেখবো আমি সকল আলোয়। 
সকাল দুপুর সাঁঝে।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন