বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০১৪

আলো আসে



মেঘেদের মেয়ে আজ আকাশ ছেঁয়েছে
কেশবতী কন্যা যেনো,
ছড়াতেছে চুল তার
অবাধ্য নারীর মতন।
করিছে যুদ্ধ হেথা সূর্যের সাথে
আঁধারে ভাসিয়ে দেবে সব সব।

কন্যার কালো কেশ কালো শুধু নয়
চোখের মণির কালো যেন তুচ্ছ হয়
মেঘেদের মেয়ে আজ শপথ করেছে
লুকোচুরি লুকোচুরি খেলায় নেমেছে।

আমি হেথা  ক্ষুদ্র মানব ,
আছি বসে ক্লান্ত চোখে চেয়ে।
মেঘেদের মেয়ে কবে আকাশ ছাইবে
এলোকেশী মেয়ে কবে মর্ত্যে লুটাবে ?

সূর্যের সাথে চলে বারেবারে খেলা।
কখনো আঁধার কভূ আলোকিত বেলা
অবশেষে এলোকেশী মুখখানা ঢাকি
করিলো প্রস্থান তার চিহ্ন টুকু রাখি।

আমি হেথা ক্ষুদ্র মানব ,
আছি বসে আকাশ পানে চেয়ে ,
সব খেলা শেষ হলো সুর্যের কাছে
আঁধার ফুরিয়ে গিয়ে আলোটুকু আছে।

জীবন এমনই যেনো আকাশের মতো।
মাঝেমাঝে মেঘেদের লুকোচুরি খেলা
আমি জানি সূর্যের জয় নিশ্চয়ই ,
আলো আসে আঁধারের ফুরায় যে বেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন