মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

রঙ








পাতাদের কাছে রঙ ছুঁতে গিয়ে দেখি
কচি সবুজের অদ্ভুত এক রঙ
শুধায় তাহারে বিস্ময়ে এই মন
কোনটা আসল?নুতন না পুরাতন ?

আকাশের দ্বারে যেইনা পেতেছি হাত
বললে হেসে ,কোন রঙ তুমি নেবে ?
গোধুলী বেলায় রঙে দের উচ্ছাসে
অদ্ভুত কোনো ধাঁধায় পড়ে যে রবে।

ফুলেদের সাথে এইবার করি ভাব
কোন রঙ নিয়ে ভাসাবো আমার হাত
সন্ধ্যামনির সিঁদুর মাখানো রঙে
কৃষ্ণচুড়ার লালে লালে সংঘাত।

জলের রঙে কখনো নীলের বাহার
কখনো সবুজ ছুঁয়ে যায় অবহেলে
যখনই যে রঙ দিয়েছি জলের পরে
সবকটা রঙ আপন করে যে নিলে।

পাখিদের সাথে আজকে আমার খেলা
জমেছে ভীষণ মাছরাঙ্গা দের সাথে
সবুজ টিয়ে বা পানকৌড়ির মেলা
নেবেকি আমায় দূর আকাশের পথে ?

প্রজাপতিদের ডানা গুলো দেয় ছুট
ঘাসফড়িং এর সবুজের সাথে মিশে
মানুষ আমি আমার তো নেই রঙ 
নাওনা আমায় তোমাদের ওই দেশে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন