বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪

অস্পষ্ট অক্ষর





আমি চলে যাবো বলে
ভিজবেনা শিউলি শিশিরের জলে
কখনো হয় ?

আমি চলে যাবো বলে
নিভে যাবে উজ্জ্বল আলোর দিন
কখনো হয় ?

আমি চলে যাবো আর
শেষ হবে আয়ু নক্ষত্রের
কখনো হয় ?

আমি চলে যাবো তাই
লিখিয়াছি অসংখ্য কথা
পৃথিবীর দেয়ালের পরে
সেকথা অনন্ত কাল
সাক্ষী হয়ে কথা কবে
কখনো হয় ?

আমি চলে যাবো অথচ
ঢেউ খেলা করিবেনা
সাগরের জলে
কখনো হয় ?

ঝিনুকের দল ঘুমে চুপে
করিবেনা মুক্ত প্রসব
কখনো হয় ?

আমার সমাধি জুড়ে
বর্ষণ  সমাপ্তির পর
রৌদ্র করিবেনা খেলা
কখনো হয় ?

বড় অস্পষ্ট অক্ষর আমি
জলের ধারায় অঙ্কিত জীবন যেনো
আছে আবার নাই
নাই আবার আছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন