শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

তুই আসবি?




তুই রোদ্দুর
কখনো মেঘ হবিনা।
কোনো সাদা মেঘ ও নয়।

তুই হাসি
কখনো কান্না হবিনা।
সুখের অশ্রুজল ও নয়।

তুই পাহাড়
কালো মেঘ তোর্ বুকেই
আছড়ে হবে বৃষ্টি।

তুই ফাগুন
কেবল সবুজ সবুজ
লাল লাল
নীল নীল 
সব রং সব রং
বর্ণিল বর্ণিল



তুই রঙধনু
বৃষ্টি শেষের হাসি
ভালবাসি ভালোবাসি

তুই আসবি ?
মেঘের আকাশে ?
হাসবি  ?
মেঘের কান্না ঠোঁটে ?
ভাসবি 
মেঘের বিবর্ণ ধূসর বুকে ?











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন