চালতা বনে আলতা পায়ে
সুন্দরী ওই হাঁটে।
ঝুমুর ঝুমুর শব্দে তারই
ফুলগুলো সব ফোটে।
সুন্দরী তোর্ সবকিছুকে
একলা ভালবাসি।
এমন করে চাসনা ওরে
দোদুল দোলায় ভাসি।
সুন্দরী তোর্ হাসির স্রোতে
প্রানটি ভেসে যায়।
তবলা বাদ্য সবটা ছেড়ে
তোর্ পেছনে ধাই।
সুন্দরী তুই যেথায় চলিস
শিউলী ঝরে এসে
কমলা বোঁটার শুভ্র ফুলের
রূপটি হারায় শেষে।
সুন্দরী তোর্ আঁচল খানা
একটু ছুঁতে চাই
তার কারণে ধূলোই হলেম
ধূলোয় মিশে যাই।
বলছি ঠাকুর আজকে বনে
বৃষ্টি নামুক ঝেঁপে
চালতা পাতায় ঢাকবো তোকে
ফুলটি দেব সঁপে।
সুন্দরী তুই কেবল আমার
সারা অহঃ নিশি।
সুন্দরী তোর্ সবকিছুকে
একলা ভালবাসি।
সুন্দরী তুই কেবল আমার
উত্তরমুছুনসারা অহঃ নিশি।
সুন্দরী তোর্ সবকিছুকে
একলা ভালবাসি।