শিশির ধুয়েছে চালতার ফুল
কি আশ্চর্য সুন্দর !
ফুলের শিশির স্নান
দেখেছে কখনো কেউ
দেখেছে কি তার গায়ে
রোদ্দুরের শিহরণ ?
আকাশ ছুঁয়েছে মাটি
যেনোবা করিছে প্রনাম
ওই দূর যেতে যেতে
আকাশ কি কভূ নীল থাকে আর ?
নাকি হয়ে যায় নীলের সবুজ?
আমি ভেবে পাইনাকো।
জোনাকিরা মত্ত খেলায়
তারাদের সাথে যেনোবা খুনসুটি
কে আগে জ্বালাবে আলো ?
কে দেবে পথের সন্ধান ?
কেউ বা আকাশের
কেউ বা মর্ত্যের
তবু কোথা যেনো
এক হয়ে যায়।
বাতাবী লেবুর ফুলে
প্রজাপতি মূর্ছা
এমন সুবাস
পেয়ারার সাদা ফুলেও
প্রজাপতি বলে ,আমি কোথা যাই ?
তোরা বলে দে আমায়
আমি কোথা যাই ?
মাছরাঙ্গার কাছে?
শরীরের রঙ
অনেক দিয়েছি তারে
আর বুঝি প্রয়োজন নাই।
সমস্ত প্রকৃতি যেন করিছে মধ্যস্থতা
আমারে রাখিবে ধরে আমৃত্যু পৃথিবীর পরে
পালাবার উপায় তো জানা নাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন