জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তোর্ স্পর্শে কোন মহুয়ার মদ লুকোনো ?
কোথা হারাই ?
ওরে আমি হারাই কোথা ?
আমি দেখিনি
কেনো দেখে রাখিনি?
ওই বিদায় বেলার পাতার রং ?
সবুজ ছিলো নাকি বিবর্ণ হলুদ ?
উত্তুরে হাওয়া বইছিল
নাকি দখিনা পাগল ?
আমি কেন দেখিনি ?
নিস্তব্ধ রাত্রি ছিলো ?
নাকি পাখির সকাল ?
আশ্চর্য !
আমি কিচ্ছু দেখিনি।
স্পর্শে অন্ধ আমার বড় জানতে ইচ্ছে করে
সেদিন কি ফাগুন ছিল নাকি শ্রাবণ?
অর্ক ,
মেঘের নীরব বৃষ্টি
তোকে কি এতটুকু স্পর্শ করে ?
খুব জানতে ইচ্ছে করে
তোর্ স্পর্শে কোন মহুয়ার মদ লুকোনো ?
কোথা হারাই ?
ওরে আমি হারাই কোথা ?
আমি দেখিনি
কেনো দেখে রাখিনি?
ওই বিদায় বেলার পাতার রং ?
সবুজ ছিলো নাকি বিবর্ণ হলুদ ?
উত্তুরে হাওয়া বইছিল
নাকি দখিনা পাগল ?
আমি কেন দেখিনি ?
নিস্তব্ধ রাত্রি ছিলো ?
নাকি পাখির সকাল ?
আশ্চর্য !
আমি কিচ্ছু দেখিনি।
স্পর্শে অন্ধ আমার বড় জানতে ইচ্ছে করে
সেদিন কি ফাগুন ছিল নাকি শ্রাবণ?
অর্ক ,
মেঘের নীরব বৃষ্টি
তোকে কি এতটুকু স্পর্শ করে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন