শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

চিঠি



একদিন নিশ্চয়ই সবকটা চিঠি
একসাথেই পাবে তুমি।
সমস্ত নীরব শব্দ
হয়ে উঠবে অস্থির নিশ্বাস ।
কালো মেঘের সিঁড়ি ভেঙ্গে,
সূর্য কে স্পর্শ করবে সবকটা ঘুড়ি।
সারা আকাশ ঘুরে শেষে,
পাখি আমার বুকের পিঞ্জরে ফিরবেই।

একদিন নিশ্চয়ই সমুদ্র 
স্থিরতার কথা কইবে।
গুনে গুনে বুঝে নেবে
হারানো সব ঢেউ এর হিসেব।
একদিন নিশ্চয়ই পাহাড়
ফিরিয়ে দেবে মেঘের অশ্রু।
আর হবেনা আলিঙ্গন,
আর ঝরবেনা বৃষ্টি।
রাতগুলো ছুঁয়ে দেবে
নীমের ফুলের মতন,
একটু সাদা জোছনা।
আঁধারের কানাকানি
স্তব্ধ করে দেবে
রুপোলি সকাল।
একদিন নিশ্চয়ই
ঘাস ফড়িঙ্গের খেলা দেখা হবে,
ধানের ছড়ার পরে
দেখা হবে চড়ুই এর চিত্কার।
অঘ্রানের ভোর হবে,
বেগুনি নীল প্রজাপতি
ছুঁয়ে যাবে,
অপরাজিতার মাঠ।
বুনো হাঁস রেখে যাবে
রুপোলি পালক।
একদিন নিশ্চয়ই
সব চিঠি খুঁজে পাবে
সোনালী ডাকপিয়ন।




 








1 টি মন্তব্য: