শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

নীরব শব্দ ৩

আমার সমুখ থেকে তুই চলে যাস।
ধীরে মিলিয়ে যাস দুরে ,বহুদূরে ,
আমি কেবল অপলক চেয়ে দেখি।
আশ্চর্য !
একটু আগেইকি এলোমেলো চুল গুলো সরিয়ে ছিলি ?
অনেক হাওয়া বইছিল রেল লাইনের ধারটায় ?
আমিকি একা হাঁটছিলাম ওই পিচ্ছিল স্লিপার পেরিয়ে ?
নাকি অনেক দৃঢ় বাঁধনে তোর্ আঙ্গুল গুলো জড়ানো ছিল ?
গোধূলি ছিলোতো ?
তাইতো।
গোধূলির রং মাখিয়ে তুই বলেছিলি
সব রঙেই মেঘ অপরুপা।
তুই ছুঁয়ে দিলে কেনো এমন হয় বলতো ?
আমি কেমন নির্বিকার সব মেনে নিই।
এমনকি তোর্ চলে যাওয়াটাও।
কেবল অদ্ভুত কিছু নিরব শব্দ
ভীষণ আর্তনাদ হয়ে পাখা মেলে
একটা সরব চিত্কারের খোঁজে।
ফিরে আয়।
ফিরে আয় অর্ক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন