শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪

আমার একটা রাত্রি চাই







আমার একটা কুয়াশার ভোর চাই
শিউলীর গন্ধ মাখা
শিশিরের স্পর্শ আঁকা
চড়ুই এর  স্পষ্ট চিত্কারে ঢাকা
একটা মিষ্টি ভোর চাই।

আমার একটা রুপোলি দুপুর চাই
ক্লান্ত ঘুঘুর ডাক
ধূলো ভরা বই এর তাক আর 
শীতল স্নানের শিহরণে
একটা রুপোলি দুপুর চাই।

আমার একটা গোধূলি বিকেল চাই
মেঘ হীন রঙিন আকাশ
আর সূর্যের লুকোচুরি
অথবা পাখিদের নীড়ে ফেরা
মায়াবী সোনালী বিকেল চাই।

আমার একটা রাত্রি চাই
তারার নয়
চাঁদের নয়
জোছনার নয়
কামিনীর সুবাসে একটা অমাবস্যার রাত্রি চাই
শুধু তুমি আর আমি
মুখোমুখি
একটা রাত্রি চাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন