শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

নীরব শব্দ ২




ঠিক কতটা দুরে তুই ?
ঠিক কতটা জন্ম পেরিয়ে এলে পরে পাখি হওয়া যায় ?
মাটির থেকে ঠিক কতটা দুরত্বে উড়ে যাচ্ছিস এখন ?
একটু আগেই না কথা হলো ?
ঠিক তার কিছু আগেই না
যোজন যোজন দূর থেকে ভোর দেখা হলো ?
তার কিছু আগেইকি সমস্ত রাত্তির
তোর্ সাথে ?
কি অদ্ভুত ?
এমন  করে চলে যাওয়া শিখে নিলি ?
কবে ?
কখন ?
কত অচেনা যাত্রী নিয়ে তোর্  যাত্রা !
চেনা আমিই কেবল মেঘের মত
ঘুরে ঘুরে বেড়াই একা।
মেঘ কি কখনো আকাশের হয় ?
নাকি কেবল আকাশ কে ছুঁয়ে ছুঁয়ে যায় ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন