সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

ডিঙ্গি






কখনো ফাগুন হাসে
কখনো অঘ্রাণ ,
কখনো ভাসি বা আমি
কভূ অপেক্ষমান।

বেগুনী কলমি গুলো
ধীরে সরে যায় ,
যখনই বলিছে মাঝি ,
ওঠো মোর নায়।
আমার সকল প্রেম
ফুলেদের সাথে
কি করে কখন যেনো
জলেতে হারায়!

শৈবাল, শৈবাল,
ডাকি নাম ধরে
একবার একবার
যদি ফিরে চায়
প্রেমেতে যখন মজি
শৈবালের সাথে ,
আবার তখনি মাঝি
ডেকে নেয় পথে।
আবার হারিয়ে যায়
একমুঠো প্রেম
আবার ফিরিয়া যাই
যেথায় ছিলেম।

এইবার প্রেম তবে
মানবীর সাথে ,
এইবার মাঝি যদি
আমারে সুধায় ,
আমি কব ভাসিবনা
ভাঙ্গিবনা স্রোত
মানবীর হাত ধরে
হইবো উধাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন