মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

নীরব শব্দ ৬







অদ্ভুত প্রশ্ন করলো লোকটা
সময় আমার জানতেই হবে ?
সময়হীন অথবা স্তব্ধ সময়ের
কোনো পথিক কি নেই ?

অদ্ভুত প্রশ্ন করলো লোকটা
নিয়মে আমার চলতেই হবে ?
চোখের কালো দাগ সরাতেই হবে? 
বিবর্ণ রঙের কোনো নারী কি নেই ?

অদ্ভুত তার জিজ্ঞাসা
কি করে বোঝাই ?
রাত্রি যদি ঘুমেই যাবে
ভোর গুলো সব হারিয়ে তবে
কেমন করে অনুভবে
অর্ক কেবল মেঘের হবে ?

অদ্ভুত ,ভারী অদ্ভুত তার প্রশ্ন !
এত কিছু ফেলে
পাগল হাওয়া কেন এত প্রিয় ?
কি করে বোঝাই ?
একমাত্র সেইতো তোকে ছুঁতে পায়।
কি করে বোঝাই ?
যন্ত্রণার নীরব শব্দ গুলোর
একটাইতো বাহন।

















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন