উঠোনে কাঁঠালচাঁপাই তো ছিলো।
ব্যাকুল করা সুবাস
আশ্চর্য
কি হলো হঠাত
মা কি প্রতিদিন ধূপ জ্বালায় আজকাল
চারপাশে এত ধূপের গন্ধ কেনো ?
চাঁদটা কেমন মলিন লাগে
চাঁদের কি হলো হঠাত ?
জোছনা নেই কেনো ?
কোজাগরী পূর্নিমা আজ
অথচ জোছনায় স্নান নেই আমার
এও হয় ?
এত অন্ধকার ?
ধোঁয়া ?
মা কি তবে আবার ধূপ দিয়েছে ?
চারপাশে এতো ধূপের গন্ধ কেনো ?
এইতো সেই নীল অপরাজিতা
নীল নীল স্বপ্ন গুলো কোথায় ?
ধূসর কেনো ?
এত অস্পষ্ট কেনো ?
ধোঁয়া কেনো ?
মা কি তবে আবার ধূপ দিয়েছে ?
চারপাশে এতো ধূপের গন্ধ কেনো ?
কদিন ধরে ময়নাটাও চুপ
বলছেনা মোটেও ভালোবাসি ।
সারাদিনে একটা মোটে কথা :"আমি আসি ,আমি আসি "
ভোর আমার কবেই গেছে
সূর্যোদয়ের অদ্ভুত রঙের বুনন দেখিনা কতদিন
আমার এখন মায়ের ধূপের সাথে গোধুলি দেখা হয়
ভোরের থেকে রোদ্দুরের দিন আসে
আমার আছে গোধূলি
তার ঠিক একটু পরেই রাত
অনেক রঙে রঙিন আকাশ হঠাত কেমন ঘুটঘুটে আঁধার
অদ্ভুত
ভারী অদ্ভুত
উঠোনে কাঁঠাল চাঁপা
আমি কেন শুধু ধূপের গন্ধ পাই।
আমি কেনো শুধু ধূলোর গন্ধ পাই ?
অর্ক ,
জীবন এতো ছোট কেনোরে ?
আমার ধূলোয় একটা ছোট কাঁঠাল চাঁপা দিবি ?
আমার অন্ধকারে একটা স্বর্ণ বরণ কাঁঠালচাঁপা ?
আমার আবদ্ধ ঘরে তার পাগল সুবাস
দিবি ?
আমি তোকে নীরব শব্দ দেবো।
সত্যিই দেবো এবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন