বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪

নীরব শব্দ ৭



তোরে পাবোকি আমি কোনোদিন
নক্ষত্রের আলোর তলে?
হবেকি  বাসর
সমুদ্রের জলে ?
যেথা গান নেই,
সুর শুধু সুর বাজে ?
ঠান্ডা ফেনা আর
ঝিনুকের শব্দ শুধু আছে ?

তোর আঙ্গুলের  হাতের পরশ
পাবোকি কোনদিন ?
গভীর আঁধার কালো চুলে ?
হবেকি খেলা ?
সম্পূর্ণ বাহুমূলে ?

হলুদ মৃত বক্ষে সবুজের খেলা
বিদ্যুতের মতন
স্ফুলিঙ্গের মতন
বজ্রপাতের মতন
কম্পন
হবে কি ?
হবে কি ডুব সাঁতার ?
অনেক গভীর স্বচ্ছ জলে ?

এমন পিপাসা নিয়ে
কি করে বাঁচি ?
ছুঁয়েছে যে একবার তোরে
একবার হেঁটেছে যে তোর্ পায়ে পায়ে
চলিবার শক্তি আর তার নাই।
আমি আরেকবার তোরে  ছুঁয়ে
মৃত হতে চাই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন