তিতির, তিতির
ডাকছে শিশির
ছুঁয়ে যাবি আয়।
ভোরবেলা টা
ফুরিয়ে গেলেই
আর পাবিনা তায়।
তিতির ,তিতির ,
গন্ধ মাটির
দেখতো কেমন মিষ্টি
আর পাবিনা এখন যদি
হারিয়ে ফেলিস বৃষ্টি।
তিতির ,তিতির
তুই যে আমার
ছোট্ট পাখির ছানা
উড়ে কোথাও যাসনা যেনো
কেটে দিলেম ডানা।
তিতির ,তিতির ,
বুকের গভীর
এমনি করেই থাক।
বৃষ্টি নিয়ে ,শিশির নিয়ে
আমার কাছেই থাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন