নীরব শব্দ গুলো মৃতপ্রায় এখন।
পেছনে ঘুরে আর কোনো স্মৃতি নেই
ছিবড়ে চুষে কঙ্কাল করে ফেলেছি
ছায়া এখন প্রেত ছায়া হয়ে ঘোরে
হাওয়া রা কেবল কিছু সময়ের অক্সিজেন
কোথাও কেউ নেই।
সমুদ্র কেমন নীরব,নিথর
ঝিনুকের গান আর আসেনাকো জলের তরঙ্গ বেয়ে
বিবর্ণ পদদলিত ঝরা শিউলী হারিয়েছে সুবাস
শিশির বিন্দু যেনো জমাট বদ্ধ কাঁচের টুকরো
যতই হেঁটে যাই রক্ত রঙিন
স্তব্ধ নিঝুম পৃথিবী
ভোরের স্নিগ্ধ আলো যেনো কুয়াশার হাতে বন্দী
সত্যিই কোথাও কেউ নেই
একটি আলো নিয়ে বসে থাকা চারশত পৌঁত্রিশ দিন আর রাত
শেষ হয়ে গেছে।
কোথাও কেউ নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন