চারিদিকে মানুষের অদ্ভুত অস্পষ্ট ব্যস্ততা।
ছুটছে সবাই
ছুটছে পৃথিবী উর্ধ্বশ্বাসে
কারো কি সময় আছে ?
একবার ঘুরে দাঁড়াবার ?
সূর্য নিজেই স্থির নয়
নয় তার সহযাত্রী চাঁদ ও।
জোছনার অস্থির অপেক্ষা
অমাবস্যার মাঝে কবে হবে অবসান ?
কারোর কি সময় আছে
একবার পিছু ফিরে চাইবার ?
মসৃন সাদা পাপড়ি তে
শিশিরের নির্যাস ছিলো।
এখন সে পরিপূর্ণ বাতাবিলেবুর ফল
কেও থেমে নেই।
কারোর কি সময় আছে
একবার একটুখানি থামবার ?
বিবর্ণ ,ধূসর ,বাদামী ঘাসে
সবুজের আচ্ছাদন
ছলছল ,চঞ্চলা হরিণী ঝর্ণা
খুঁজে নিয়েছে পথ হারাবার
ছুটছে সবাই
কারোর কোনো পিছুটান নেই।
সময় নেই থামবার।
আমারও সময় নেই
থমকে যাবার আর
আমারও ইচ্ছে নেই
বিষন্ন হবার আর
আমারও প্রাণ নেই
মনের জায়গা দেবার
আমিও বন্ধনহীন
কোনো এক নীলরঙ্গা ঘুড়ি,
নাটাই নেইতো কারো হাতে আর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন