বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

ঘাসফড়িংটা



ঘাসফড়িং টা ক্লান্ত করেছে আমায়।
কখনো বা ঘাসে
কখনো পাতায় ,
কখনো বা উড়ে  গেছে
যতদূর মন চায়;

পাতার সবুজে কখনো চিনেছি তারে
কখনোবা গিয়েছে হারায়ে
কখনো আঙ্গুলের বন্ধনে
কখনোবা চোখের ও বাইরে
আমি আমারে সুধাই ,
বাঁধবো কি তারে
সুতোর অলংকারে ?
আহা !
শুনতে পেলো কি তবে
আমার আহ্লাদ ?
দূর থেকে এলো উড়ে,

আমার সবুজ ঘাসফড়িং
বললে চুপে ,
বন্ধনে মৃত্যু আমার
জানোনাকি তুমি ?
ভালোবেসে থাকো যদি
উড়িয়ে দাও
ঠিক ফিরবো আমি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন