হাঁটতে হাঁটতে রৌদ্র ছায়া
হাঁটতে হাঁটতে বর্ষা।
হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়া
রাত্রি কখন ফর্সা।
হাঁটতে হাঁটতে ঝরাপাতা
করছে কানাকানি।
সবুজ এলো ,সবুজ এলো ,
দিচ্ছে হাতছানি।
হাঁটতে হাঁটতে বিষন্ন মেঘ ,
হাঁটতে হাঁটতে শ্রাবণ।
কৃষ্ণচূড়া জানিয়ে গেলো
আসছে এবার ফাগুন।
হাঁটতে হাঁটতে নীল আকাশে
সাদা মেঘের ভেলা
কুয়াশা ঢাকা চুলের ভেতর
ভোরের শিউলিতলা।
হাঁটতে হাঁটতে শিশিরকণা
বলছে ছুটে আয়।
রোদ্দুরেতে ভাঙ্গছে মাটি
জলের অপেক্ষায়।
হাঁটতে হাঁটতে ছয়টি পাখি
উড়িয়ে দিলাম কখন।
বুঝিইনিতো একলা আমি
তখন থেকে এখন।
আমার নীরব শব্দ গুলো
শুনতে কি তুই পাস ?
তোর্ বুকের ভেতর কখন হবে
আমার বসবাস ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন