শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪

আকাশ



আকাশ আমার কাছে বরাবরই বড় বিস্ময়কর ব্যাপার। এখনো অব্দি তুলির আঁচড়ে অথবা কলমের অক্ষরে শত চেষ্টা করেও আকাশের রূপ ধরতে পারিনি। তার মাঝে শরতের আকাশ !সেতো কেবল বুঝিবা অনুভব করবার। দিনের তীব্র আলোয় অপূর্ব নীল তার রঙ। সারা গায়ে পেঁজা তুলোর মত অদ্ভুত সাদা মেঘের ছড়াছড়ি। আবার হঠাত গোধূলিবেলায় ঠিক একই আকাশে কতটা রঙের মেলা বসে ,আজো গুনে উঠতে পারিনি। কখনো বেগুনি ,কখনো লাল ,গোলাপী ,কমলা এমনকি সবুজ আর হলুদ ও। কি আশ্চর্য সুন্দর।
শরতে কেমন ঝুপ করে রাত্রি নামে। কুচকুচে কালো রঙের ভিতর যেনো কেও কুচি কুচি বরফ দিয়ে রেখেছে। এত তারা?এত স্পষ্ট তারার দল ?কি অদ্ভুত সুন্দর।
চাঁদের কথা না লিখে কি করে থাকি ?অমন গা চোয়ানো জোছনা।এত সুন্দর কেনো ?
আর ভোরের কুয়াশা ভরা অস্পষ্ট আকাশ টা ?কেমন করে লিখি তার কথা। কেবল মুগ্ধ হবার।
আর বারেবারে বলবার ,ঈশ্বর ,আমি মানুষ জন্ম পেয়েছি। আমি ধন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন