সে আমায় তারার আকাশ দেখাবে বলেছে
তোমার তাতে কষ্ট কিসের ?
চাঁদটা তো তোমারই আছে।
সে আমায় সাদা মেঘ দেখাবে বলেছে
তোমার তাতে কষ্ট কিসের
তোমার তো একটা গোটা আকাশ আছে।
সে আমায় ঘাস ফুলের দেশে নেবে বলেছে
তোমার তাতে কষ্ট কিসের ?
তোমার আছে ফুলের রানী গোলাপ।
সে আমায় সবুজ অরন্যে নিয়ে যেতে চায়
তোমার তাতে ব্যাথা কেনো?
তোমার তো গোটা বিশেক অদ্ভুত ক্যাকটাস আছে।
সে আমায় পাতার ঘড়ি দেবে বলেছে
তোমার এত কষ্ট কেনো ?
তোমার আছে রাডো,আরো কিসব যেনো !
সে আমার হাত ধরে ধুলোমাখা পথে হাঁটবে বলেছে
বৃষ্টি এলে ভিজবো আমি
তোমার তাতে কি এসে যায় ?
তোমার কখন বোঝা হবে
একজীবনে হবেকি তবে ?
ধুলোর মাঝেই জীবন আমার
ধুলোয় আমি হারাতে যে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন