বাদল শেষের রাত টি যখন
নীরব হয়ে আসে
হঠাত আলোর ঝলকানিতে
আঁধার নেমে এসে
আমার মনের বারান্দাতে
চুপটি করে বসে।
আমি হারাই ,হারাই
কূল নাহি পাই
রাতের স্রোতে ভেসে।
ছায়া ছায়া
কেবল ছায়া
আমার দুয়ার জুড়ে
কেমন করে অনেক ভারী
শ্বাস টি রেখে যায়।
আমি হারাই হারাই
ব্যথা বাড়াই
একটিবারে জন্যে তারে
ছোঁয়া নাহি যায়।
হাওয়া হাওয়া
পাগল হাওয়া
সারা উঠোন জুড়ে
নেশার মতন
কিজানি এক
স্পর্শ রেখে যায়।
বেশ বুঝতে পারি
কখন এসে
আবার চলে যায়।
নিঝুম নিঝুম
রাত্রি নিঝুম
নেইতো কোনো সুর
চুপি চুপি
শব্দ হীনের
শব্দ আমি পাই
যতই লুকোক মুখ খানি তার
আঁধার নয়তো ছায়ায়
পায়ের আওয়াজ পাই তো আমি
পায়ের আওয়াজ পাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন